ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

থানা হাজত থেকে পালালো রিমান্ডের আসামি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, ডিসেম্বর ১৩, ২০২২
থানা হাজত থেকে পালালো রিমান্ডের আসামি প্রতীকী

ঢাকা: ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) হাজতখানা থেকে চুরির মামলায় রিমান্ডে থাকা এক আসামি পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রেলওয়ে থানার হাজতখানা থেকে খোকন (১৯) নামের ওই আসামি পালিয়ে যান।

সূত্র জানায়, রিমান্ডে থাকা আসামি খোকন হাজতখানার একজস্ট ফ্যান ভেঙে সেই পথ দিয়ে পালিয়ে গেছেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস রাত ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরের দিকে হাজতখানার একজস্ট ফ্যান ভেঙে সেখান দিয়ে পালিয়ে যান রিমান্ডে থাকা এক আসামি।

তবে ওই আসামিকে কিছুক্ষণ আগে টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদস্যরা তাকে আবার থানায় নিয়ে আসছেন বলে জানান ওসি ফেরদাউস।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।