ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

পল্লবীতে ১৬ কেজি গাঁজাসহ আটক দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, ডিসেম্বর ৪, ২০২২
পল্লবীতে ১৬ কেজি গাঁজাসহ আটক দুই ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। আটক আসামিরা হলেন- মো. নাজির মিয়া (৩৫) ও মো. রুবেল হক (২৬)।

রোববার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা, ৩ টি মোবাইল এবং ৪ টি সিমকার্ড জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামিরা বেশ কিছুদিন ধরেই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনতেন।  পরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ ও বিক্রি করে করতেন।

আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ