বাংলাদেশের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টদের বৃহত্তম সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ানস ফর সোশ্যাল সার্ভিসের (এনডিএসএস) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা পালিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) এনডিএসএস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সভার শুরুতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামান্না চৌধুরী তার স্বাগত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাত বছরের যাত্রা, লক্ষ্য, সদস্য পরিচিতি, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
বৈজ্ঞানিক উপস্থাপনা করেন এনডিএসএসর এজিএস চৌধুরী তাসনীম হাসিন এবং এনডিএসএসর আজীবন সদস্য ড. কানিজ হাসনিন। কোষাধ্যক্ষ শাহিদা করিম ঈশিকা অ্যাসোসিয়েশনের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন।
পরিশেষে অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুন্নাহার মহুয়া জাতির পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষে অভিজ্ঞ পুষ্টিবিদ গড়ে তোলায় এনডিএসএসর পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সরকারের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এনডিএসএসর সহ-সভাপতি মিসেস সুফিয়া খাতুন হেলেনের ধন্যবাদ জ্ঞাপন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এনডিএসএস সাংগঠনিক সম্পাদক নিশাত শারমিন নিশি।
টিআর/এএটি