ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলায় গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, সেপ্টেম্বর ৫, ২০২৫
মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলায় গ্রেপ্তার ২ ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, ভাঙচুর ও কয়েকজনকে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে পারভেজ ও জয়নাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা ও ভাঙচুরে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে প্রায় ৬০-৭০ জনের একটি দল সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির মালিকের ভাইসহ অন্তত সাতজনকে কুপিয়ে আহত করে। এ সময় পরিবহনের মালিকের বাসায়ও ভাঙচুর চালানো হয়।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাত ১১টা ৭ মিনিটে সোহাগ পরিবহনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির ওপর চাপাতি, ছুরি ও রড হাতে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীদের সঙ্গে থাকা কয়েকজন তালি দিয়ে উল্লাস করতে করতে অফিসে ভাঙচুর চালায়। পরে টিকিট কাউন্টারে ঢুকে এক কর্মীকে মারধর ও ড্রয়ার থেকে টাকার বান্ডিল নিতে দেখা যায় হামলাকারীদের।

এরপর বৃহস্পতিবার সোহাগ গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা দেওয়ান মো. আল আমিন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১৮-২০ জনকেও আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে ধূমপান করা নিয়ে কথা কাটাকাটির জেরে বিল্লালের নেতৃত্বে হামলা হয়। এতে মালিকের ভাই ও পরিচালক আলী হাসান তালুকদার, তার গাড়িচালকসহ সাতজন আহত হন। হামলাকারীরা দুটি কাউন্টারে ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করে এবং টিকিট বিক্রির ১৭ হাজার ৫৭০ টাকা লুট করে।

এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।