ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সৌদিআরবে মানবপাচারের হোতাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, ডিসেম্বর ২, ২০২২
সৌদিআরবে মানবপাচারের হোতাসহ আটক ২

ঢাকা: সৌদিআরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা জাহাঙ্গীর হোসেন (৫১) ও তার সহযোগী লিপিয়ার হোসেনকে (৫২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সদস্যরা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) র‌্যাব-৩’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফারজানা হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকার পরও আটকরা বিভিন্নজনকে সৌদিআরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। যারা তাদের সঙ্গে যোগাযোগ করতেন, তাদের কয়েকজনকে সৌদি পাঠিয়ে সহযোগীদের মাধ্যমে জিম্মি করতেন তারা। ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণও দাবি করতেন তারা।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।