ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বাকেরগ‌ঞ্জে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, ডিসেম্বর ২, ২০২২
বাকেরগ‌ঞ্জে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় হঠাৎ বিকট শব্দ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে লাল টেপ মোড়ানো জর্দার কৌটা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেগুলো ককটেল বিস্ফারণের শব্দ ছিল।

ওসি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে ঘটনার পর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল ও যুবনেতা রায়হানকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। যদিও পুলিশ এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।  

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এসএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।