ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আইন ও আদালত

সব ভার্চ্যুয়াল কোর্ট খুললে লোক সমাগম বাড়বে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মে ২, ২০২১
সব ভার্চ্যুয়াল কোর্ট খুললে লোক সমাগম বাড়বে

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, এখন সব ভার্চ্যুয়াল কোর্ট খুলে দিলে উচ্চ আদালতে লোকের সমাগম বেড়ে যাবে।

রোববার (২ মে) আপিল বিভাগে এক মামলার শুনানির সময় প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফসহ আইনজীবীরা ভার্চ্যুয়ালি আপিল বিভাগে যুক্ত ছিলেন।

৫ এপ্রিলে সংগ্রহ করা এক ভিডিও ক্লিপ নিয়ে প্রধান বিচারপতি বলেন, ঢাকা জজ কোর্টে দেখলাম হাজার হাজার লোক। সবাই গাঁয়ের সঙ্গে গাঁ লাগানো। আমার কাছে এ ভিডিও এখনও আছে। আমরা কি করবো? আমরা যদি এখানেও ভার্চ্যুয়ালি সব কোর্ট ওপেন করি, আমাদের এখানেও অন্তত ডেইলি তিন হাজার লোকের সমাগম হবে। আমাদের কোর্টের ভেতরে জায়গা হয় না। মানুষ এসে ঈদগাঁ মাঠে, কোর্টের বিভিন্ন জায়গায় বসে থাকে।

এ সময় বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে করোনায় একদিনে তিনজন অ্যাডভোকেট অন রেকর্ড মারা গেছেন।

প্রধান বিচারপতি আরও বলেন, আমরা এখন কি করবো? এখন যদি সব কোর্ট ভার্চ্যুয়ালি ওপেন করি অন্তত প্রতিদিন তিন হাজার লোক আসবে। আমরা তো চাই কোর্ট চলুক। মানুষের আরজেন্সি আছে। জরুরি বিষয়গুলো অবশ্যই শুনবো। আপনারা ঢাকা কোর্টের ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন। সেদিন ঢাকা কোর্টে ৫০ হাজার লোক ছিল।

প্রধান বিচারপতি বলেন, আমি তো চাই সব কোর্ট ভার্চ্যুয়ালি চলুক। বাসায় বসে কোর্ট পরিচালনা করুক। কিন্তু লোকজন যে চলে আসে। এফিডেভিট করতে আসবে, এটা করতে আসবে, সেটা করতে আসবে। আমাদের লইয়ারদেরও তো সাংঘাতিক অসুবিধা।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ সপ্তাহে তিনদিন এবং দুইদিন চেম্বার আদালত ভার্চ্যুয়ালি বিচার কাজ পরিচালনা করছেন।

অপরদিকে, হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করছেন ৯ টি বেঞ্চ। এরমধ্যে আইনজীবীরা আরও বেশি বেঞ্চ দেওয়ার জন্য বার বার প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০২, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।