ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় রিমান্ড শেষে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
গত ১৮ আগস্ট নাসিরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান।
নাসিরের পক্ষে আইনজীবী মোহাম্মদ খায়রুল ইসলাম জামিন আবেদন করেন। আবেদনের শুনানিতে তিনি বলেন, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। মামলার বাদী এফিডেভিট দিয়ে বলেছেন, ভুল তথ্যে তাকে আসামি করা হয়েছে। তিনি জামিন, অব্যাহতি বা খালাস পেলে বাদীর কোনো আপত্তি নেই। এছাড়া তিনি অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত। তাই যেকোনো শর্তে জামিনের প্রার্থনা করছি।
শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৭ আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলা সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছর ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। এজাহারে নাসির উদ্দিনকে ২২ এবং তার ছেলে ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়।
কেআই/জেএইচ