ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, আগস্ট ২৩, ২০২৫
জাবির সাবেক সহকারী প্রক্টর জনি কারাগারে ছবি: প্রতীকী

ছাত্রদল নেতা আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীরননগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক সহকারী প্রক্টর ও নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ওমাহমুদুর রহমান জনিকে কারাগারে পাঠানো হয়েছে।  

শনিবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এদিন জনিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী তন্ময় ভৌমিক রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।  

শুনানিতে তিনি বলেন, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনীতি ছেড়ে দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করেছে। রিমান্ডের যৌক্তিকতা নেই। রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।

শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এর আগে গত শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট সাভার থানার মুক্তির মোড় এলাকায় আন্দোলন অংশ নেন আরিফুর রহমান ওরফে রাসেল। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

এ ঘটনায় নিহতের ভাই সাইদুর রহমান সাভার থানায় গত বছরের ১৬ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন।

কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।