ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

রাষ্ট্রদ্রোহ মামলায় সাংবাদিক আজহার আলী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, অক্টোবর ১১, ২০২৫
রাষ্ট্রদ্রোহ মামলায় সাংবাদিক আজহার আলী রিমান্ডে

ঢাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেপ্তার মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সহযোগী সাংবাদিক আজহার আলী সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

শনিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান রিমান্ডের আদেশ দেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরার বনশ্রী এলাকা থেকে আজহার আলীকে গ্রেপ্তার করা হয়।

শনিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ।

সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

মামলার এজাহারে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তার গাড়ি থামায়। কেন এখানে ঘোরাঘুরি করছেন, জানতে চাইলে তিনি পুলিশকে কোনো উত্তর দিতে পারেননি।  

পরে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় সম্পৃক্ত থাকায় তার সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদ এবং জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।