ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, এপ্রিল ২৫, ২০২১
হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের রিমান্ডে আহমদ আবদুল কাদের, ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৩ সালের রাজধানীর পল্টন থানার দায়ের করা নাশকতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে জিজ্ঞেসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।  

রোববার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ডের এ আদেশ দেন।

 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে তার আইনজীবী মো. সানাউল্লাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

গত শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা গেছে, সম্প্রতি পল্টন থানায় নাশকতার মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলারও অন্যতম আসামি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।