ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

হেফাজতের সহ-দফতর সম্পাদক ইহতেশাম রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, এপ্রিল ২৩, ২০২১
হেফাজতের সহ-দফতর সম্পাদক ইহতেশাম রিমান্ডে

ঢাকা: হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাখীকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি রিমান্ডের এই আদেশ দেন।

এদিন ইহতেশামকে আদালতে হাজির করে ২০১৩ সালে হেফাজতের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় পল্টন থানার দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

গত ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ইহতেশামকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, পল্টন থানায় নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে নাশকতার সঙ্গে জড়িত থাকার তথ্যও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।