ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আইন ও আদালত

সঙ্গীত শিল্পীর করা মামলায় নুরের বিরুদ্ধে প্রতিবেদন ৬ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, এপ্রিল ২০, ২০২১
সঙ্গীত শিল্পীর করা মামলায় নুরের বিরুদ্ধে প্রতিবেদন ৬ জুন

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে সংগীত শিল্পী ইলিয়াস হোসেনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ জুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) এ মামলার এজাহার আদালতে আসে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ দিন ঠিক করেন।

এর আগে সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন সংগীত শিল্পী ইলিয়াস হোসেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে নুর বলেছেন-আওয়ামী লীগ সমর্থকরা চাঁদাবাজ, মাদক চোরাকারবারী, ধোঁকাবাজ ও বাটপার। কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এ বক্তব্যের মাধ্যমে তিনি শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন।

গত ১৮ এপ্রিল একই অভিযোগে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজিব শাহবাগ থানায় আরেক মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।