ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আইন ও আদালত

সম্পত্তিতে হিন্দু-বৌদ্ধ নারীদের সমান অধিকার চেয়ে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, সেপ্টেম্বর ২২, ২০২০
সম্পত্তিতে হিন্দু-বৌদ্ধ নারীদের সমান অধিকার চেয়ে নোটিশ প্রতীকী

ঢাকা: স্বামী বা পিতা-মাতার সম্পত্তিতে হিন্দু ও বৌদ্ধ নারীদের সমান অধিকার নিশ্চিতে আইন প্রণয়নে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

কেবিনেট সচিব, আইন সচিব এবং ধর্ম সচিব বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ নোটিশ পাঠান।

তিনি জানান, হিন্দু এবং বৌদ্ধ নারীদের সম্পত্তিতে অধিকার না পাওয়ার কারণ শুধু ধর্মীয় কারণে। এটা লিঙ্গ বৈষম্যের কারণে নয়। সংবিধানের ২৭ এবং ২৮ অনুচ্ছেদে নারীদের সমান অধিকারের কথা বলা আছে।

এছাড়া বাংলাদেশ কয়েকটি আন্তর্জাতিক কনভেনশনের সদস্য। ওই সব কনভেনশনের আর্টিকেলগুলোতে এটি বাস্তবায়নের কথা আছে। তাই এ বিষয়ে আইন করতে নোটিশ দিয়েছি, বলেন আইনজীবী তনয় কুমার সাহা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।