ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মে মাসেই বাইডেনের এশিয়া সফর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, এপ্রিল ২৮, ২০২২
মে মাসেই বাইডেনের এশিয়া সফর জো বাইডেন

এশিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক গভীর করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসেই প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।  

হোয়াইট হাউস জানিয়েছে, ২০ থেকে ২৪ মে পর্যন্ত বাইডেন এ সফর করবেন।

এই সফরে জাপানের প্রধানমন্ত্রী ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। এছাড়াও বাইডেন কোয়াডভুক্ত দেশ জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।  

হোয়াই হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছে, আমাদের সরকার, অর্থনীতি ও মানুষের সঙ্গে সম্পর্ক গভীর করতেই এই সফর। এই সফর বাইডেন-হ্যারিস প্রশাসনের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবাধ ও মুক্তকরণ প্রক্রিয়ার প্রতিশ্রুতি রক্ষার অগ্রগতি হবে।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি জোরদার করার লক্ষ্যে এ সফর করছেন বাইডেন।  

সূত্র: সিএনএন 

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।