ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গান্ধীর আশ্রমে চরকা ঘোরালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, এপ্রিল ২১, ২০২২
গান্ধীর আশ্রমে চরকা ঘোরালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! চরকায় সুতা কাটা শিখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ভারত সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।  সফরের প্রথম দিনের শুরুতেই গুজরাটে মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে যান তিনি।

সেখানে তিনি গান্ধীর ঐতিহাসিক সুতা কাটার চরকা ঘুরিয়ে সুতা কাটার প্রক্রিয়া জেনে নেন।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে বরিস জনসনকে আহমেদাবাদ বিমানবন্দরে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও গভর্নর আচার্য দেবব্রত।

এরপর সেখান থেকে এক শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয় মহাত্মা গান্ধীর আশ্রমে।

জানা গেছে, সবরমতি আশ্রমের পক্ষ থেকে বরিসের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। মহাত্মা গান্ধীর প্রথম দু'টি বইয়ের মধ্যে একটি বই দেওয়া হবে বরিস জনসনকে, যে বইটি কখনো প্রকাশিতই হয়নি। বইটি মূলত তৎকালীন ব্রিটিশ অ্যাডমিরালের কন্যা মেডেলেইন স্লেইনের বায়োগ্রাফি। যিনি গান্ধীজির সংস্পর্শে এসে মীরাবাঈ নাম নিয়েছিলেন। আজীবন গান্ধীজির শিষ্যা হিসেবেই সবরমতি আশ্রমে রয়ে যান তিনি।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২২ এপ্রিল) দিল্লিতে পৌঁছাবেন বরিস জনসন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।