ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেন সংকট

শহর ছাড়ছে ইরপিন ও সুমির বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, মার্চ ৮, ২০২২
শহর ছাড়ছে ইরপিন ও সুমির বাসিন্দারা ইরপিন শহর থেকে পালানোর জন্য বেপরোয়াভাবে চেষ্টা করছিল স্থানীয় লোকেরা। সোমবারের ছবি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৩তম দিনের মতো যুদ্ধ চলছে। বিবিসি জানিয়েছে, ইউক্রেনের শহরগুলোতে ভারী গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

ফলে বেসামরিক বাসিন্দারা ছাড়তে পারছে না যুদ্ধক্ষেত্র।

আবার কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিওপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে ‘মানবিক করিডোর’ ঘোষণা করেছে রাশিয়া।

বিবিসি জানিয়েছে, ১২ ঘণ্টার যুদ্ধবিরতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম দিকের শহর ইরপিন থেকে বেসামরিক বাসিন্দারা বেরিয়ে যেতে শুরু করেছে। শহরটিতে গত কয়েকদিন ধরে প্রচণ্ড লড়াই চলছিল।

মঙ্গলবার (০৮ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ শহর ছেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্ব দিকের সুমি শহর থেকেও বেসামরিক বাসিন্দারা বেরিয়ে যেতে শুরু করেছে। এর আগে কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিওপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে ‘মানবিক করিডোর’ খুলতে একমত হয় রাশিয়া ও ইউক্রেন। তবে যুদ্ধ বন্ধ না হওয়ায় তা কার্যকর হয়নি।

এখন বলা হচ্ছে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যুদ্ধবিরতি বলবৎ থাকবে।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। ধ্বংস হয়ে গেছে সামরিক-বেসামরিক বহু অবকাঠামো।

অপরদিকে রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে বাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন ১৭ লাখেরও বেশি ইউক্রেনীয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।