ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনীয়দের সহায়তায় আইন করতে যাচ্ছে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, মার্চ ৮, ২০২২
ইউক্রেনীয়দের সহায়তায় আইন করতে যাচ্ছে পোল্যান্ড

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে ১২ লাখ মানুষ পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। শুধু সোমবারেই এক লাখ ৪১ হাজার ৫০০ জন পোল্যান্ডে প্রবেশ করেছে বলে জানিয়েছে পোলিশ সীমান্ত রক্ষী বাহিনী।

হাজার হাজার পোলিশ নাগরিক ইউক্রেনীয়দের নিজেদের ঘরবাড়িতে আশ্রয় দিয়েছেন। পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনীয়দের বাড়তি খরচ বহন করার জন্য দেশটির পার্লামেন্ট একটি বিল নিয়ে মঙ্গলবার (০৮ মার্চ) আলোচনা করতে যাচ্ছে।

প্রস্তাবিত আইনে ইউক্রেনিয়ানদের পোল্যান্ডে ১৮ মাসের জন্য বসবাস, স্বাস্থ্যসেবা এবং সন্তানদের বিনামূল্যের শিক্ষার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ইউক্রেন থেকে যারা বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে, তাদের ৯০ শতাংশই নারী ও শিশু। একটি গবেষণায় জানা গেছে, এদের ৪০ শতাংশ পোল্যান্ড থেকে অন্যান্য দেশে আশ্রয়ের সন্ধানে চলে গেছে। খবর বিবিসির।

পোল্যান্ডে আগে থেকেই বহু ইউক্রেনীয় বসবাস করেন। এখন তাদের সঙ্গে বসবাসের জন্য আরও অনেক ইউক্রেনীয় দেশটিতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।