ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকাকে ছুরিকাঘাত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, নভেম্বর ১১, ২০২১
বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকাকে ছুরিকাঘাত 

বিয়ে করতে না চাওয়ায়  প্রেমিকাকে ১৮ বার ছুরিকাঘাত করেছেন প্রেমিক। বুধবার (১০ নভেম্বর) ভারতের হায়দরাবাদে ওই তরুণী সিরিশার ওপর এ হামলার ঘটনা ঘটেছে।

 

সম্প্রতি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হামলাকারী বাসাভরাজ। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেমিকা। ফলে তরুণীর বাড়িতেই রাগের মাথায় তার ওপর হামলা চালান প্রেমিক।  

বাসাভরাজ এবং তার প্রেমিকা সিরিশার বাড়ি বিক্রবাদ জেলার দৌলতাবাদে। তাদের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এর মধ্যেই ওই তরুণী অন্য একজনের সঙ্গে আংটি বদল করেন। আর এই কারণেই ক্ষেপে যান বাসাভরাজ।  

ছুরিকাঘাতে আহতের পর সিরিশাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে তার প্রেমিক বাসাভরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১১ , ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।