ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে যৌথ মহড়ায় চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, অক্টোবর ২৪, ২০২১
প্রশান্ত মহাসাগরে যৌথ মহড়ায় চীন-রাশিয়া

প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে যৌথভাবে নৌ মহড়া চালিয়েছে রাশিয়া ও চীন। এই মহড়ায় অংশ নেয় দেশ দুটির যুদ্ধজাহাজ।

এ সময় সমুদ্রে টহল অনুশীলন পরিচালনা করা হয়।

রোববার (২৪ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে গ্লোবাল টাইমস।  

টিসুগারু প্রণালীর এই মহড়ায় চীন ও রাশিয়ার পাঁচটি করে যুদ্ধজাহাজ অংশ নেয়। এই প্রণালী জাপান সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, টহলের অংশ হিসেবে প্রথমবারের মতো এসব জাহাজ টিসুগারু প্রণালি অতিক্রম করে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়ে এই মহড়া পরিচালনা করা হয়। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া ও চীন শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং নিজেদের স্বার্থ সমুন্নত রাখতে পারে-এই বার্তা দেওয়া ছিল মহড়ার অন্যতম লক্ষ্য।

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া যখন দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরে অকাস নামের একটি সামরিক চুক্তির আওতায় জোট বদ্ধ হয়েছে, তখন রাশিয়া ও চীন এই সামরিক মহড়া চালালো।  

রাশিয়া ও চীন প্রথম থেকেই বলে আসছে, মার্কিন নেতৃত্বাধীন চার দেশের এই জোট চীন এবং রাশিয়াকে লক্ষ্য করে গঠিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।