ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান হামলা, যুক্তরাষ্ট্রকে তালেবানদের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, জুলাই ২৪, ২০২১
আফগানিস্তানে বিমান হামলা, যুক্তরাষ্ট্রকে তালেবানদের হুমকি

আফগানিস্তানের একটা বড় অংশ তালেবানদের দখলে চলে যাচ্ছে। দেশটি থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পরই ক্রমশ আধিপত্য বাড়াচ্ছে তালেবানরা।

এরই মধ্যে আফগান সরকারের সঙ্গে সহযোগিতা করতে কান্দাহারে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই হামলার পরই ক্ষেপে গিয়েছে তালেবানরা।

তাদের দাবি, এই হামলা চালিয়ে লিখিত চুক্ত ভঙ্গ করেছে আমেরিকা। তাই এর ফল মার্কিন যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে।

শনিবার (২৪ জুলাই) তালেবানদের পক্ষ থেকে এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের অন্ধকারে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। কান্দাহার ও হেলমন্দ প্রদেশে সেই হামলায় মৃত্যু হয়েছে অনেকের। সাধারণ মানুষের মৃত্যুর খবরও জানিয়েছে তালেবানরা।

শত্রুপক্ষ যুদ্ধের পথে এগিয়ে এলে তালেবানরা যে চুপ করে বসে থাকবে না সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।

সম্প্রতি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, আগামী ৬ মাস দেশজুড়ে বড়সড় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রেসিডেন্টের এই ঘোষণাও খুব একটা ভালো চোখে দেখছে না তালেবানরা।

সূত্র: টিভিনাইন

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।