ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ভারী বর্ষণ ও ভূমিধসে ৩৬ জন নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, জুলাই ২৩, ২০২১
ভারতে ভারী বর্ষণ ও ভূমিধসে ৩৬ জন নিহত 

কয়েকদিনের টানা বৃষ্টিতে ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলায় সৃষ্ট ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছে।  

এনডিটিভির খবরে জানানো হয়েছে, হেলিকপ্টার দিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া অঞ্চলটিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

নৌবাহিনী, স্থানীয় সাহায্যকারী, কোস্টগার্ড এবং জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনার বেশ কয়েকটি টিম যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।  

আটকে পড়াদের সহজে উদ্ধার করতে সেখানকার মানুষকে বাড়ির ছাদে কিংবা উঁচু স্থানে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।  

প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার তিনটি স্থানে ভূমিধস হয়। একই জায়গা থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকটি স্থানে পাওয়া যায় বাকি চারজনের মরদেহ।  
এর আগে গত রবিবার বৃষ্টির কারণে ভবন ধসে মুম্বাইয়ে শিশুসহ ৩৩ জন নিহত হয়। টানা বৃষ্টিতে ভূমিধস, বাড়িঘর ভেঙে ও বিদ্যুতায়িত হয়ে এসব মানুষের প্রাণহানি হয়।  

অপরদিকে ভারী বর্ষণে বৃহস্পতিবার ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।