ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বেলজিয়াম-জার্মানির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৫, জুলাই ১৭, ২০২১
বেলজিয়াম-জার্মানির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম ইউরোপের সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেকে।

এছাড়াও এ বন্যায় গৃহহারা হয়েছেন অনেক মানুষ।  

অতিতের সব রেকর্ড ভেঙে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশির ভাগ নদীর তীর এবং এর আশপাশের এলাকা।  

জার্মানির চ্যান্সলার এঙ্গেলা মার্কেল জলবায়ু পরিবর্তনের এরূপ পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।  

মৃতদের মধ্যে কমপক্ষে ২০ জন রয়েছে বেলজিয়ামের। এছাড়া হল্যান্ড, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ড এ ভয়াবহতার শিকার হয়েছে।  

বাংলদেশ সময়: ০৮৪২ জুলাই ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।