ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, জুন ২৩, ২০২১
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়ালো

বিশ্বে চলমান মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে। তেমনি একইসঙ্গে বাড়ছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

এদিকে ৫০ হাজার ছাড়িয়ে গেছে ভারতের দৈনিক সংক্রমণ।  

বুধবার (২৩ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়ালো। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে।  

বুধবার এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

এর আগে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবারের (২২ জুন) তুলনায় বুধবার দেশটিতে মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জন রোগীর। এ নিয়ে দেশটিতে মোট প্রাণ হারিয়েছে ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।  

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লাখের নিচে নেমেছে। দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জুন ২৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।