ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ হচ্ছেন গীতা গোপীনাথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, অক্টোবর ২, ২০১৮
আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ হচ্ছেন গীতা গোপীনাথ গীতা গোপীনাথ

ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড’র বা আইএমএফ’র (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত হার্ভাড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গীতা গোপীনাথ। আগামী ডিসেম্বরে মাউরি অবসফিল্ডের অবসরের পর তার স্থলাভিষিক্ত হবেন এই অর্থনীতিবিদ।

এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আইএমএফ।  

ইন্টারন্যাশনাল স্টাডিজ অব ইকোনমিকসের এ প্রফেসরের গবেষণার বিষয় ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড মাইক্রোইকোনমিকস’।

এদিকে গীতা গোপীনাথকে অভিনন্দন জানিয়ে আইএমএফ’র প্রধান ক্রিস্টিন লাগার্দে বলেছেন, ‘তিনি (গীতা গোপীনাথ) একজন দারুণ অর্থনীতিবিদ, নেতৃত্বে তার রয়েছে বুদ্ধিদীপ্ত পরিচয়, রয়েছে ব্যাপক আন্তর্জাতিক অভিজ্ঞতা। আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ হিসেবে এমন একজন মনোনিত হওয়ায় আমি খুবই উচ্ছ্বসিত’।

ভারতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা গীতা ২০০১ সালে প্রিন্সটন ইউনির্ভাসিটি থেকে অর্থনীতিতে পিএইডি ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।