ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপলো ‘বিধ্বস্ত’ ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, অক্টোবর ২, ২০১৮
শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপলো ‘বিধ্বস্ত’ ইন্দোনেশিয়া সুমবা দ্বীপে

গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে মৃত্যুপুরিতে পরিণত হওয়া ইন্দোনেশিয়ায় আরো দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর একটির মাত্রা ছিলো ৬, অপরটি ৫ দশমিক ৯।

মঙ্গলবার (০২ অক্টোবর) সকালে ভূমিকম্প দু’টি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এ সময় ভূমিকম্প দু’টির ঝাঁকুনিতে আতঙ্কিত লোকজন দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন।

জানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় সুমবা দ্বীপে ভূমিকম্প দু’টি আঘাত হানে। প্রথমটি সুমবা দ্বীপ থেকে ৪০ কিলোমিটার দূরে, ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৫ দশমিক ৯।  

এর ১৫ মিনিট পর একই এলাকায় ১৩০ কিলোমিটার গভীরতায় উৎপত্তি হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬। তবে এসব ভূমিকম্পে নতুন করে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

স্থানীয় এক হোটেল কর্মচারী জানান, আমরা অন্তত চারটি ঝাঁকুনি অনুভব করি। প্রথম ঝাঁকুনির পর হোটেলে থাকা ৪০ জন অতিথি দ্রুত বের হয়ে রাস্তায় চলে আসেন। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হলে সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় গত ২৮ সেপ্টেম্বর আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১২শ’ মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর সংখ্যা। চারদিকে শুধু ধ্বংসস্তূপের পাহাড়। এতে দ্বীপরাষ্ট্রটি যেনো মৃত্যুপুরিতে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ০২,২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।