ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার নারী হত্যা, পুলিশ প্রধানের পদত্যাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৪, জুলাই ২২, ২০১৭
অস্ট্রেলিয়ার নারী হত্যা, পুলিশ প্রধানের পদত্যাগ সংবাদসম্মেলনে পুলিশ প্রধান, ডানে হত্যার শিকার সেই নারী

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পুলিশ প্রধান জেনি হারটিউ পদত্যাগ করেছেন। আনুষ্ঠানিক সংবাদসম্মেলন করে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানান।

রাজ্যে জাস্টিন ডামোন্ড নামে এক অস্ট্রেলীয় নারীকে গুলি করে হত্যার ঘটনায় তিনি পদত্যাগ করলেন। ৪০ বছর বয়সী সিডনিবাসী ওই নারী মিনেসোটায় তার বাগদত্তার সঙ্গে থাকতেন; কাজ করতেন যোগব্যায়াম শিক্ষক হিসেবে।

স্থানীয় মেয়র তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। হত্যার তদন্ত নতুন করে শুরু করা হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, হত্যাকাণ্ডটি অবর্ণনীয় ঘটনা, যা অত্যন্ত ভয়াবহ।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।