ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রামনাথ না মীরা, কে হচ্ছেন রাষ্ট্রপতি?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জুলাই ১৬, ২০১৭
রামনাথ না মীরা, কে হচ্ছেন রাষ্ট্রপতি? প্রার্থী রামনাথ ও মীরা

ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট লড়াই সোমবার (১৭ জুলাই)। 

ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। লড়াই হবে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সমর্থিত প্রার্থী দলিত নেতা ও বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ এবং বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ১৭ দলের জোট প্রার্থী, লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারের মধ্যে।

ইলেক্টোরাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে অংশ নেবেন ১০ লাখ ৯৮ হাজার ৯০৩ জন। ধারণা করা হচ্ছে, এনডিএ প্রার্থী রামনাথের পাল্লাই ভারি। সরকারি দলসহ আঞ্চলিক বেশকিছু দলের সমর্থন তার পেছনে রয়েছে।  

অন্যদিকে মিরা কুমারের পেছনে কংগ্রেসসহ বিরোধী কিছু দলের সমর্থন।

দুই প্রার্থী নির্বাচনের আগে সবগুলো রাজ্য সফর করেছেন।

ভারতের পার্লামেন্ট ভবনসহ রাজ্য অধিবেশনগুলোতে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

১৭ জুলাই নির্বাচনের ভোটগ্রহণের পর গণনা হবে ২০ জুলাই। তারপরই ঘোষণা হবে ফলাফল। জানা যাবে কে হচ্ছেন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রটির প্রধান অধিকর্তা।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।