ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কলম্বিয়ায় শপিং মলে বিস্ফোরণে ৩ নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০১, জুন ১৮, ২০১৭
কলম্বিয়ায় শপিং মলে বিস্ফোরণে ৩ নারী নিহত কলম্বিয়ার শপিং মলে বিস্ফোরণ

কলম্বিয়ার রাজধানী বোগাতায় একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই নারী। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৮ জুন) বিশ্ব বাবা দিবস ঘিরে শপিং মলটিতে ক্রেতাদের বেশ ভিড় ছিলো। এর মধ্যে শনিবার (১৭ জুন) রাতে এ হামলার ঘটনায় আরো অন্তত ১১ জন আহত হয়েছেন।

নিহতদের একজন ২৩ বছর বয়সী ফরাসী নাগরিক বলে নিশ্চিত করেছেন বোগাতার মেয়র এনরিক পেনালোসা। ঘটনাটিকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন মেয়র।

নিহত অপর দুইজনের বয়স ২৭ ও ৩১ বলা হলেও জাতীয়তা জানা যায়নি।

নারীদের টয়লেটে পেতে রাখা ক্ষুদ্রাকৃতির বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে হামলার পেছনে কে বা কারা দায়ী সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।