ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কাবুলে শেষকৃত্যানুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, জুন ৩, ২০১৭
কাবুলে শেষকৃত্যানুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ২০ কাবুলে শেষকৃত্যানুষ্ঠানে বিস্ফোরণ

আফগানিস্তানের কাবুলে সিনেটরের ছেলের শেষকৃত্যানুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (০৩ জুন) বিকেলে কাবুলের খায়ের খানা এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সিনেটর ইজদিয়ারের ছেলে সেলিম ইজদিয়ারের শেষকৃত্যানুষ্ঠানে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

 

বিস্ফোরণের পর নিরাপত্তকর্মীরা ওই এলাকা ঘিরে রেখেছেন। স্থানীয়দের এলাকাটি এড়িয়ে চলাতে বলা হয়েছে।

গত বুধবার (৩১ মে) কাবুলের কূটনৈতিক এলাকায় বোমা হামলায় ৯০ জন নিহত ও ৪০০ জন আহত হন। পরবর্তীতে হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।