ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ম্যানিলায় ক্যাসিনোতে হামলায় নিহত ৩৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৮, জুন ২, ২০১৭
ম্যানিলায় ক্যাসিনোতে হামলায় নিহত ৩৬ ম্যানিলার একটি ক্যাসিনোতে হামলা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি ক্যাসিনোতে ডাকাতের হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এক বন্দুকধারী ক্যাসিনোতে প্রবেশ করে একাধারে গুলি করতে থাকলে ভেতরে আগুন ধরে যায় এতে এই নিহতের ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ক্যাসিনোতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তি পরে নিজেই আত্মহত্যা করেন।

 

বৃহস্পতিবার (০১ জুন) দিনগত মধ্যরাতে ‘রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা বিনোদন কমপ্লেক্সে’ এই ঘটনাটি ঘটে। যাতে আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন; এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (০২ জুন) সকালে কমপ্লেক্সের একটি রুম থেকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সেখানেই আত্মহত্যা করেছিলেন।

ক্যাসিনো কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি বিকৃত মানসিকতার কাজ। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জঙ্গি সংগঠন আইএস ইতোমধ্যে এর দায় স্বীকার করেছে।

এদিকে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে জানিয়েছেন হোয়াইট হাউস এ বিষয়ে নজর রাখছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মে ০২, ২০১৭/আপডেট ১০২৬ ঘণ্টা
এসআইজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।