ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘জেমস বন্ড’ রজার মুর আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
‘জেমস বন্ড’ রজার মুর আর নেই স্যার রজার মুর

জেমস বন্ড ছবির নাম ভূমিকার অভিনেতা স্যার রজার মুর আর নেই।

মঙ্গলবার (২৩ মে) সুইজারল্যান্ডে তিনি মারা যান। রজারের পরিবার টুইটারে খবরটি নিশ্চিত করেছে।

মৃত্যুর আগে ক্যান্সারে ভুগছিলেন এই ‘জেমস বন্ড’। বয়স হয়েছিল ৮৯ বছর।

ব্রিটিশ নায়ক রজার মুর সাতটি বন্ড ছবিতে অভিনয় করেছিলেন। যার মধ্যে স্মরণীয় হয়ে আছে, লিভ অ্যান্ড লেট মি ডাই ও স্পাই হু লাভড মি।  

মোনাকোতে এই কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ