ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্সে ক্রীড়া সংগঠককে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, মে ১৬, ২০১৭
ফ্রান্সে ক্রীড়া সংগঠককে কুপিয়ে হত্যা ফ্রান্সে ক্রীড়া সংগঠককে কুপিয়ে হত্যা

ফ্রান্সের রোয়ান ফুটবল ক্লাবের সাবেক প্রেসিডেন্ট প্যাসকেল ডার্মনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (১৭ মে) রাতে দেশটির সংবাদমাধ্যমগুলো এই খবর প্রকাশ করে। যাতে বলা হয়েছে, একজন ব্যক্তি; যার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তিনি ডার্মনকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান।

ঘটনার পর পুলিশ সদস্যরা পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং ঘিরে ফেলে। তবে হত্যাকারীকে খুঁজে বের করা সম্ভব হয়নি।

প্যাসকেল ডার্মন নিজের বাসাতেই ছিলেন, দিনে-দুপুরে তার বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়েছে। রাজধানী প্যারিস থেকে বাসার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার উত্তরে। বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।