ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কুকুরের মত চেন দিয়ে কনটেইনারে বেঁধে রাখা হয়েছিলো তাকে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, নভেম্বর ৪, ২০১৬
 কুকুরের মত চেন দিয়ে কনটেইনারে বেঁধে রাখা হয়েছিলো তাকে!

ঢাকা: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার একটি ফার্ম হাউজের পরিত্যক্ত কনটেইনারের ভেতর থেকে খোঁজ মিললো নিখোঁজ নারীর। ওই কনটেইনারের ভেতর তাকে চেন দিয়ে কুকুরের মত বেঁধে রাখা হয়েছিলো বলে জানিয়েছেন উদ্ধারকারী পুলিশ সদস্যরা।

মিস ব্রাউন নামের ওই নারী গত আগস্ট মাস থেকে নিখোঁজ ছিলেন। তার সঙ্গে নিখোঁজ হন তার ছেলেবন্ধু চার্লি কাভারও। তবে তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় টড কোলহেপ নামের ৪৫ বছর বয়সী এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী নারী জানান তাকে দিনে দুই বার খেতে দেয়া হতো। তবে কনটেইনারে তার বসবাসকে নরকের সঙ্গে তুলনা করেছেন তিনি।

তাকে উদ্ধারকারী দলের সদস্য স্থানীয় স্পার্টানবার্গ এর শেরিফ চাক রাইট জানান, নরকের মত ওই জায়গাটির পরিবেশ প্রচণ্ড গরম। কোনো আলো নেই, কোনো জানালা নেই, বাতাসের চলাচলের পথও ছিলো না।

এছাড়া একশ’ একর আয়তনের ওই খামারে কমপক্ষে চারজন মানুষকে পুতে রাখা হয়েছে বলে জানিয়েছে মিস ব্রাউন। বর্তমানে সেখানে মৃতদেহের সন্ধান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।