ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, অক্টোবর ৩১, ২০১৬
নিউজিল্যান্ডে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২

ঢাকা: নিউজিল্যান্ডের উত্তরে গ্লেনবারভি ফরেস্টে একটি প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২ জনের প্রাণহানি হয়েছে। এটি বাণিজ্যিক হেলিকপ্টার বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা বনের মধ্যে যে ধংসাবশেষ পেয়েছেন তা একটি আর৪৪ চপারের বলে জানা গেছে।

জন অ্যাশবি নামে উদ্ধার অভিযান কেন্দ্রের এক কর্মকর্তা জানান, পুলিশের নেতৃত্বে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।  

পুলিশ জানিয়েছে, বিধ্বস্তের আগে প্লেনটি কি অবস্থায় ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। একইসঙ্গে চলছে মরদেহ সনাক্তের কাজ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।