ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে অপহরণের পর ৩০ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, অক্টোবর ২৬, ২০১৬
আফগানিস্তানে অপহরণের পর ৩০ জনকে হত্যা

ঢাকা: আফগানিস্তানের ঘোর প্রদেশে অপহরণের একদিন পর ৩০ বেসামরিক লোককে হত্যা করেছে তালেবান বিদ্রোহীরা।

বুধবার (২৬ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে এ হত্যাযজ্ঞ চালানো হয়।

প্রদেশটির গভর্নর মোহাম্মদ নাসির খাজ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার মাঠে কৃষকরা কাজ করার সময় তাদের অপহরণ করে তালেবান বিদ্রোহীরা। এ সময় বিদ্রোহীদের ঠেকাতে স্থানীয় লোকজনের পাশাপাশি অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে বিদ্রোহীদের কমান্ডার মোল্লা ফারুক এবং তার পুত্র নিহত হন।

বিদ্রোহীদের কমান্ডার হত্যার বদলা নিতে ওইদিন রাতেই অপহৃত সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।