ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তুর্কি বিমান হামলায় সিরিয়ার নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, অক্টোবর ২০, ২০১৬
তুর্কি বিমান হামলায় সিরিয়ার নিহত ২০০

ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় তুর্কি বিমান হামলায় প্রায় ২০০ কুর্দি মিলিশিয়া নিহত হয়েছেন বলে দাবি করেছে তুরস্কের রাজধানী আঙ্কারা।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) শেষ রাতের দিকে সিরিয়ার উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়।

তুরস্কের রাষ্ট্রীয় একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

তুর্কি সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির উত্তরাঞ্চলের মারাথ উম হাউশ অঞ্চলে ১৮টি স্থান লক্ষ্যবস্তু করে অভিযান পরিচালনা করা হয়। যেখানে ১৬০ থেকে ২০০ জন কুর্দি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছেন।

আঙ্কারার দাবিকে প্রত্যাখান করে অবশ্য সিরীয় কুর্দি নেতারা বলছেন, তাদের ১০ জনের বেশি যোদ্ধা মারা যাননি। ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬/আপডেট: ১৪৩৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।