ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, অক্টোবর ১৯, ২০১৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ঢাকা: শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এ ভূ-কম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ৬।

এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।

আন্তর্জাতিক সময় মান মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২টা ২৬ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (১৯ অক্টোবর) সকাল ৬টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির পামানুকান শহর থেকে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এবং ইন্দ্রামায়ো থেকে ১৫৭ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত  হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৬১৪ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।