ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আঙ্কারায় ইসরায়েলি দূতাবাসে হামলার চেষ্টা, গুলিবিদ্ধ ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, সেপ্টেম্বর ২১, ২০১৬
আঙ্কারায় ইসরায়েলি দূতাবাসে হামলার চেষ্টা, গুলিবিদ্ধ ১

ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত ইসরায়েলের দূতাবাসের কাছে গুলির ঘটনা ঘটেছে। এসময় দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত কর্মীর গুলিতে একজন আহত হয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুলিবিদ্ধ ওই ব্যক্তি হামলার উদ্দেশে দূতাবাসের এগিয়ে আসার সময় এক নিরাপত্তাকর্মী তাকে লক্ষ্য করে গুলি করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।