ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় তিন আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, সেপ্টেম্বর ১৩, ২০১৬
সিরিয়ায় তিন আইএস জঙ্গি নিহত

ঢাকা: সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তিন সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) হামলা চালানো হলে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী।

এর আগে গত শনিবার দেশটির উত্তরাঞ্চলে একই রকমের হামলায় ২০ সদস্য নিহত হন বলে জানা যায়।

সিরিয়ার সঙ্গে চুক্তি হওয়ার পর থেকেই আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এছাড়া আইএস দমনে মাঠে রয়েছে অন্য পশ্চিমা দেশগুলোও।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।