ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপলো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, সেপ্টেম্বর ১০, ২০১৬
ভূমিকম্পে কাঁপলো দিল্লি

ঢাকা: ভারতের দিল্লি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে।  রিখটার স্কেলে এ ভূ-কম্পনের মাত্রা ছিলো ৪ দশমিক ১।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।  ভূমিকম্পটি দুই সেকেন্ডের মতো অনুভূত হয়।

ভারতীয় আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো দিল্লি থেকে ৬১ কিলোমিটার দূরে হরিয়ানার ঝাজ্জর এলাকায়।

রাত ১০টায় এ প্রতিবেদন হালনাগাদ করা পর্যন্ত মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬/আপডেট: ২২১০ ঘণ্টা

টিআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।