ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অ্যাঙ্গেলা মেরকেলের উপর গুপ্ত হামলার চেষ্টা বানচাল

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, আগস্ট ২৬, ২০১৬
অ্যাঙ্গেলা মেরকেলের উপর গুপ্ত হামলার চেষ্টা বানচাল

ঢাকা: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের উপর গুপ্তহামলার চেষ্টা বানচাল করেছে চেক পুলিশ। এ গুপ্ত হামলার চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে সেদেশের পুলিশ।

আটক ওই অস্ত্রধারী ব্যক্তি মেরকেলের গাড়িবহরে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দেশটির এক পুলিশ কর্মকর্তা জোসেফ বোকানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মেরকেল চেক প্রধানমন্ত্রী বহুস্লাব সবোৎকার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাগ সফরে যান। এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার পথে হঠাৎ একটি সন্দেহভাজন কালো মার্সিডিজ নজরে আসে। মার্সিডিজচালক পুলিশের নিষেধ অমান্য করে গাড়িবহরে ঢোকার চেষ্টা করছিলেন। এসময় পুলিশ তাতে অস্ত্রসহ আটক করে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।