ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, আগস্ট ২৬, ২০১৬
নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ২০

ঢাকা: নেপালের চিতওয়ান জেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (২৬ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, চিতওয়ান জেলার কালিখোলা গ্রামের কাছে নারিয়াঙ্গা-মুগলিন সড়কে ৩৯ জন যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় ত্রিশুলি নদীতে বাসটি পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

চিতওয়ান ডিস্ট্রিক্ট পুলিশ সুপার (ডিপিও) বসন্ত বাহাদুর কুনোয়ার ২০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পোখারা শহর থেকে রাউতাহাত জেলার গৌড় শহরে যাচ্ছিলো। এরমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

বাংলাদেশ: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।