ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

শিকাগোতে অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, তিন মাসের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, আগস্ট ২৩, ২০১৬
শিকাগোতে অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, তিন মাসের শিশুর মৃত্যু

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিশুসহ তিনজন।

শিকাগোর দক্ষিণ অংশের ওই ভবনে আগুন লাগে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে। এতে ছোটাছুটির শুরু হয়ে যায়। মানুষজন বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিরাপদ স্থানে যেতে চান।

পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় পুলিশ ও ফায়াস সার্ভিস কর্মীরা কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।