ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ায় জোড়া হামলায় নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, আগস্ট ২২, ২০১৬
সোমালিয়ায় জোড়া হামলায় নিহত বেড়ে ২০

ঢাকা: সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। সোমবার (২২ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে রোববার (২১ আগস্ট) দেশটির গালকায়ো শহরে স্থানীয় সরকারি অফিস ও একটি বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণের সময় গুলির আওয়াজ পাওয়া গেছে। এদিকে হামলার কিছুক্ষণ পরপরই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আল শাহাব।

উল্লেখ্য, দেশটিতে এ ধরনের বোমা বিস্ফোরণ ঘটনা প্রায় ঘটছে। এসব ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে আল শাহাবসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।