ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নৌকা ডুবিতে প্রাণহানি ১০, নিখোঁজ ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, আগস্ট ২১, ২০১৬
ইন্দোনেশিয়ায় নৌকা ডুবিতে প্রাণহানি ১০, নিখোঁজ ৫

ঢাকা: ইন্দোনেশিয়ায় পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এখনও নিখোঁজ রয়েছেন অন্তত পাঁচজন।

রোববার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে দেশটির নৌ-বাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ইদি সুজিপ্তের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।  

তিনি জানান, দেশটির রিয়াউ প্রদেশের তাঞ্জাং পিনাং বন্দর থেকে নৌকাটি ১৭ জন যাত্রী নিয়ে রওয়ানা হয়। গন্তব্যে পৌঁছার আগেই দুর্ঘটনার শিকার হয়।  

এ দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নৌ-বাহিনীর নেতৃত্বে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান ইদি সুজিপ্ত।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।