ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সুকির চীন সফরে ব্রিজ-হাসপাতালের চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, আগস্ট ১৮, ২০১৬
সুকির চীন সফরে ব্রিজ-হাসপাতালের চুক্তি সই

ঢাকা: সীমান্তবর্তী এলাকায় একটি ব্রিজ ও দু’টি হাসপাতাল বানাতে চুক্তি সই করতে যাচ্ছে চীন ও মায়ানমার।

মায়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান অং সান সু কি’র চলতি চীন সফরে এ চুক্তি সই হবে।

দেশটির এক সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেইজিংয়ে সেদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন সু কি।

এর আগে, বুধবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি চীন পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১৯ আগস্ট) চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন সু কি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্ট, আগস্ট ১৮, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।