ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, আগস্ট ১৮, ২০১৬
মুম্বাইয়ে গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় নিহত ৫

ঢাকা: লেট নাইট ড্রাইভে বেরিয়েছিলেন পাঁচ তরুণ প্রাণ। অতি আনন্দে জোরে গাড়ি চালানোই কাল হলো।

গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেলো পাঁচজনরেই।  

বুধবার (১৭ আগস্ট) দিনগত রাতে মুম্বাই এয়ারপোর্টের কাছে ভিলে পারলে এলাকার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গাড়ির মালিক মুজাম্মিল মাখনুজা (২২) নিহতদের মধ্যে একজন। বাকি চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে- মুজাম্মিল মুকতার (২২), রাশিদা ইউসুফ শেখ (২৫) ও জুনাইদ শেখ (২২)।

পুলিশ আরও জানায়, হোন্ডা সিটির এ গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ছাদও প্রায় ভেঙে গুড়িয়ে গেছে। এ থেকে বোঝা যায়, প্রচণ্ড গতিতে চলছিল গাড়ি।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসএনএস 
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।