ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, মে ২৪, ২০১৬
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ৬

ঢাকা: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় শিশুসহ এখন পর্যন্ত ছয়জনের প্রাণহানী হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়ে পড়েছেন কয়েকশ’ মানুষ।

মঙ্গলবার (২৪ মে) দ্বীপটির পুলিশের মুখপাত্র ইউশ্রী ইউনূসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইউনূস জানান, রোববার (২২ মে) দিনগত রাতে দ্বীপটির সুকামুক্তি গ্রামে বন্যার আঘাতে ১৬টি বসতবাড়ি ভেসে গেছে।  

এখন পর্যন্ত প্রায় চারশ’ জন বন্যাকবলিত মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির পুলিশ, সামরিক বাহিনী, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।