ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেইজিংয়ে কুচকাওয়াজে পুতিন-শির ১৫০ বছর বাঁচার আলাপ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, সেপ্টেম্বর ৪, ২০২৫
বেইজিংয়ে কুচকাওয়াজে পুতিন-শির ১৫০ বছর বাঁচার আলাপ! শি জিনপিংয়ের সঙ্গে কিম জং উন, ভ্লাদিমির পুতিন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে ‘হট মাইকে’ ধরা পড়লো বিশ্বনেতাদের একটি ব্যতিক্রমী আলাপ।

এই আলোচিত আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো এবং অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তি নিয়ে নিজেদের মত প্রকাশ করেন।

ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে, যখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সঙ্গে নিয়ে তিয়ানআনমেন স্কয়ারের দিকে হেঁটে যাচ্ছিলেন দুই প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধি দল।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল, যা বিশ্বের প্রায় ১৯০ কোটিরও বেশি অনলাইন দর্শক এবং ৪০ কোটির বেশি টেলিভিশন দর্শক উপভোগ করেন বলে দাবি করা হয়েছে।

এ সময় পুতিনের দোভাষীকে চীনা ভাষায় বলতে শোনা যায়, ‘জৈবপ্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে। মানব অঙ্গ প্রতিস্থাপন করা যাচ্ছে। আপনি যত বেশি দিন বাঁচবেন, তত তরুণ থাকবেন-এমনকি অমরত্বও সম্ভব হতে পারে। ’

এর উত্তরে শি জিনপিং বলেন, ‘কেউ কেউ মনে করেন এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম হবে। ’

তবে শির এই মন্তব্যের সময় ক্যামেরা স্কয়ারের ওয়াইড শটে চলে যায় এবং অডিও স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিন নেতা আবার ক্যামেরায় ফিরে আসেন এবং কুচকাওয়াজ মঞ্চের দিকে সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট পুতিন এই কথোপকথনের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার মনে আছে, আমরা প্যারেডে যাওয়ার সময় এই প্রসঙ্গে শি জিনপিং কথা বলছিলেন। আধুনিক চিকিৎসাব্যবস্থা, সার্জিক্যাল পদ্ধতি এবং অঙ্গ প্রতিস্থাপন মানুষের সক্রিয় জীবন দীর্ঘায়িত করার নতুন আশা তৈরি করছে। ’

প্রেসিডেন্ট পুতিনের এ সফরে রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ২০টিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয়।  

সূত্র: আল-জাজিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।